Saturday, June 9, 2018

সামসুন্নাহার ফারুক

ভালোবাসা ডটকম

মোহগ্রস্ত জীবনের বিমোহিত ব্যঞ্জনায়
গোছগাছ সারতেই সন্ধ্যা ঘনায়
জোছনা জলে স্নানের হয় না সময়
দারুণ উষ্ণতার লোভে মাঝরাতে
ভেঙ্গে যায় সোহাগের ঘুম
কুয়াশা কান্নারা টুপটাপ বৃষ্টি হয়ে ঝরে

নৈসর্গিক অবয়বে হৈমন্তী আদরে
জীবনের গভীরতা পরিমাপনে
তোমাকে মিস্ করি ভীষণভাবে
মনের ট্রাপিজে প্রমত্ত অনুরাগে
এথ্নিক বাসনারা পাখনা মেলে
কুমকুম আবীর মাখা লাজন্তী কপোলে
আগাছা সরাতে সরাতেই ‘‘ভালোবাসা ডট্ কমে”
ই-মেইলের ঘোরলাগা চিঠি
নন্দন চত্ত্বরে হাত রেখে হাতে
কোন্ যেন যুবকের সাথে
আমাকে দেখেছে সে দ্বিধাহীন পূর্ণিমা রাতে
স্মৃতির উদ্ভাসে নিভৃতের কথাগুলো ছলাৎছল
অদৃশ্য মায়াজালে খোলাচুলে এলোমেলো
ঝলমলে জলতরঙ্গের চমকানো কোলাহল।

আবছা অন্ধকারে ধূসর শূণ্যতায়
রাতজাগা মেঘেরা তখনও ক্রীড়ারত
প্রভাতের ঊষশী আভায়।

(এলিফ্যান্ট রোড, ঢাকা, বাংলাদেশ)

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...