আদর্শ জীবন
[ ১ ]
নিষ্কল প্রেম দিয়ে-
যে কথা কয় ,
হিংস্রতায় তার -
কী বা আসে যায় |
বিধ্বংসী তাণ্ডবে-
নাহি যার ভয়,
বজ্রনাদে মধুগুঞ্জন-
সে শুনতে পায় ||
[ ২ ]
উপলে যে পেয়েছে-
ষড় রস ধারা ,
অনলে শীতলতা-
বহে তাঁর তরে |
কন্টক প্রেমে যে-
হয় আত্মহারা ,
নীলিমায় নিত্য-নব-
সেইতো খেলা করে ||
[ ৩ ]
দুঃখের আঘাতে যে-
পায় সুখরাশী ,
শরাঘাত তারে দেয়-
প্রসূন পরশ্ |
বেদন ক্রন্দনেতে-
বাজে যাঁর বাঁশী ,
নীরস মরু তার-
বিপুল সরস ||
[ ৪ ]
কটু কথায় যে পায়-
স্নিগ্ধ প্রেমস্বর ,
করাল মৃত্যু তার-
নবীন কিশলয় |
জীবনের বৈভব যার -
নিতান্ত নশ্বর ,
জয়ঘোষ দেয় তারে -
নিত্য পরাজয় ||
[ ৫ ]
অতীব বিচিত্র তার-
জীবন দর্শন ,
দুঃখ ই যার পরশমণি |
সুখাতঙ্কে যার হয়-
অশ্রু বরিষণ ,
জীবনের আদর্শ-
তাঁরেইতো গণি ||
No comments:
Post a Comment