আঁধার-বনে
যেমন করে তাকিয়ে ছিলে নদীর ধারে ,
দূরের ঐ শূন্য আকাশ, ফসলহীনা মাঠটি জুড়ে --
সন্ধ্যাবেলা--
অমনি আমি চুপটি করে, পেছন দিকে --
দুহাত দিয়ে দুচোখ ধরে, শব্দহীনা কৌতুহলে,
দারুণ খেলা।
ভীতু তুমি! বুঝতে পেরে, দুহাত তুলে --
হাতটি ধরলে আলতো করে , হাসিমুখে নিঃসঙ্কোচে,
ধীরে ধীরে,
অবাক আমি! বলেই ফেললে নামটি আমার !
চোখটি ছেড়ে পালিয়ে গিয়ে, বালুচরে একলা একা
নদী- নীরে।
দাঁড়িয়ে তুমি দুচোখ মুছে সু-নয়নে
চেয়ে আছো নিস্পলকে ,স্নানটি আ-মা-র
উদাস মনে!
আস্তে আস্তে নিভে গেলে আকাশ বাতি ---
কোথায় যেন হারিয়ে গেল , মনটি আমার
আঁধার বনে।
No comments:
Post a Comment