Thursday, June 14, 2018

সঞ্জীব দে

আঁধার-বনে
              

যেমন করে তাকিয়ে ছিলে নদীর ধারে ,
দূরের ঐ শূন্য আকাশ, ফসলহীনা মাঠটি জুড়ে --
সন্ধ্যাবেলা--
অমনি আমি চুপটি করে, পেছন দিকে --
দুহাত দিয়ে দুচোখ ধরে, শব্দহীনা কৌতুহলে,
দারুণ খেলা।

ভীতু তুমি! বুঝতে পেরে, দুহাত তুলে --
হাতটি ধরলে আলতো করে , হাসিমুখে নিঃসঙ্কোচে,
ধীরে ধীরে,
অবাক আমি! বলেই ফেললে নামটি আমার !
চোখটি ছেড়ে পালিয়ে গিয়ে, বালুচরে একলা একা
নদী- নীরে।

দাঁড়িয়ে তুমি দুচোখ মুছে সু-নয়নে
চেয়ে আছো  নিস্পলকে ,স্নানটি আ-মা-র
উদাস মনে!
আস্তে আস্তে নিভে গেলে আকাশ বাতি ---
কোথায় যেন হারিয়ে গেল , মনটি আমার
আঁধার বনে।

No comments:

Post a Comment

দুলাল চক্রবর্তী

চির অমর রবে  . কাশ্মীরের মনোরম পর্যটন কেন্দ্র  পহেলগাঁও -- পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে।  অনেকে গিয়েছে সেদিন  কেউ কি জানতো ছাব্বিশটি তাজা প...