চলো ঘুমিয়ে পড়ি
পথ ভুল করে বার বার
প্রারম্ভিক বিন্দু আসে ফিরে
ছুঁতে পারিনা মায়াবী গন্তব্য---
রাত্রির জঠর থেকে ছিঁড়ে আনতে পারিনা
শঠতা বিহীন একটি তীক্ষ্ণ সকাল।
তবে চলো অন্তরে জমে থাকা
আলোকিত সব পবিত্র ক্রোধ
নিরেট রাত্রির পেটে বন্ধক রেখে
ঢলে পড়ি অন্তহীন ঘুমে।
নিদ্রা যদি ফাঁকি দেয় অবাধ্য চোখ
সবাই মিলে অন্তত
একটা মিছিলে দাবি উঠুক
ঘরে ঘরে চাই সহায়ক মূল্যে অব্যর্থ নিদ্রা-বটিকা।
No comments:
Post a Comment