Friday, June 15, 2018

অমিত রুদ্র পাল

বাসনা

কোথাও এক  নীলা পাহাড়ে
ইচ্ছে গুলো  খেলা করে ,
চড়তি গিয়ে   আঁচড়ে ঝরে
তবু আবার   দাঁড়িয়ে পরে।

কোথাও এক  নদীর পারে
কুঁড়ে ঘরে যৌবন, বসত করে
বৃষ্টি হলে   চুইয়ে  গড়ে
তবু নাহি   দমকে সরে।

কোথাও এক  মরু স্তরে
অনুভব ধূলোয়   উড়ে ঘুরে
ঝেড়ে আবার  খোঁজে ফিরে
আসবে না হয়  আপনা  করে।

কোথাও এক  প্রদোষ ঘাটে
জ্যোৎস্না রাঙায় অক্ষি ,
বাসনায়  প্রহরা  কাটে।
আসবে যেথায়   প্রাণ কাঁদে
নৈশ ভীমরতি  ললাট বেঁধে।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...