মৃত্যু
ক্রমশ ছড়িয়ে পড়ছে দেহ।
মাটির রন্ধ্রে রন্ধ্রে মিশে যাচ্ছে তামাম অস্থিরতা ।
যতদূর ভাবতে পারছি –
এক জাঁহাবাজ দুনিয়ার নাগরিকত্ব
কেউ এক ফুঁয়ে উড়াচ্ছে ছিঁড়ে ।
সমস্ত অশ্রুই বঞ্চনার
সমস্ত অশ্রুই অভিযোগ
সমস্ত অশ্রুই নিখাদ আত্মপ্রেম ;
হে মৃত্যু ,তোমার বিমল অশ্রু আমি সমর্থন করি ।
No comments:
Post a Comment