Thursday, June 14, 2018

শচী চৌধুরী

মৃত্যু

ক্রমশ ছড়িয়ে পড়ছে দেহ।
মাটির রন্ধ্রে রন্ধ্রে মিশে যাচ্ছে তামাম অস্থিরতা ।
যতদূর ভাবতে পারছি –
এক জাঁহাবাজ দুনিয়ার নাগরিকত্ব
কেউ এক ফুঁয়ে উড়াচ্ছে ছিঁড়ে ।

সমস্ত অশ্রুই বঞ্চনার
সমস্ত অশ্রুই অভিযোগ
সমস্ত অশ্রুই নিখাদ আত্মপ্রেম ;
হে মৃত্যু ,তোমার বিমল অশ্রু আমি সমর্থন করি ।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...