Thursday, June 14, 2018

শচী চৌধুরী

মৃত্যু

ক্রমশ ছড়িয়ে পড়ছে দেহ।
মাটির রন্ধ্রে রন্ধ্রে মিশে যাচ্ছে তামাম অস্থিরতা ।
যতদূর ভাবতে পারছি –
এক জাঁহাবাজ দুনিয়ার নাগরিকত্ব
কেউ এক ফুঁয়ে উড়াচ্ছে ছিঁড়ে ।

সমস্ত অশ্রুই বঞ্চনার
সমস্ত অশ্রুই অভিযোগ
সমস্ত অশ্রুই নিখাদ আত্মপ্রেম ;
হে মৃত্যু ,তোমার বিমল অশ্রু আমি সমর্থন করি ।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...