যোগি সম্প্রদায়
ধন্য হলাম জন্ম নিয়ে
যোগি পরিবারে।
যৌবন পেলাম এই সমাজে
আনন্দে আদরে।।
যোগি সপ্রদায়ের কথা,
কি বলিবো ভাই।
দেব শ্রেষ্ঠ রূদ্র যে তার
তুলনা না যায়।।
রূদ্র পুজা নিজেই করি
নেইতো কারোর প্রয়োজন।
তাঁতে কাপড় বুনে করি
মোদের লজ্জা নিবারণ।।
জন্মগত তাঁতী মোরা
এটাই মোদের জীবিকা।
যোগি বাড়ীর সকল নারী
ভোলানাথের সেবিকা।।
বিন্দুনাথের বংশ মোরা
তাই গর্বের এই কারণ।
দুষ্ট রাজা বল্লাল সেন
কেন করলো প্রতারণ।।
সবাই মিলে এসো ভাই
শপথ গ্রহণ করি ।
আপন জাতির স্বার্থে মোরা
প্রাণ তেজিতে পারি ।।
শিব গোত্রধারী আমরা
মোদের কিসের ভয় ।
এসো সবাই মিলে গাই
ভোলানাথের জয় জয়।।
যোগী হয়ে যে না করে
আপন কর্তব্য কর্ম ।
দুখঃ পাবো আমি অতি
তার যে হবে অধর্ম।।
ভুলে যেওনা আমরা সবাই
একেই গাছের ফল ।
আমি তোমার তুমি যে আমার
শেষের দিনের সম্বল।।
আমরা যোগী সবার সেরা
নয় কিছুতেই কম ।
একাই একশ দেখে ভয়ে
পালিয়ে যাবে যম ।।
No comments:
Post a Comment