Saturday, June 9, 2018

অন্তিমা বৈদ্য

ভালোবাসো

ভালোবাসো ভালোবাসাকে,

ভালোবাসা যায় বুঝি
শুধু ভালোবাসার মানুষকেই ? 

একটিবার ভালোবেসে দেখোই না ভালোবাসাকে।

ভালোবাসা ফিরে ফিরে আসবে,

ভালোবাসা তেড়ে তেড়ে আসবে,


সকালে ঘুম ভাঙার পর,

কংক্রিট দেয়ালের বায়ুরন্ধ্রগুলো দিয়ে,

উকি মারার অভ্যাসরত,

আলোকরেখা গুলোকে ভালোবাসো।

মায়ের নুন দিতে ভুলে যাওয়া 

রান্নায়,

পাতে নেওয়া নুন মিশিয়ে,

বাবার খাওয়ার অভ্যাসটাকে ভালোবাসো।


বোনের সাথে ঝগড়া করে,

আমরণ আঁড়ির পণ ভুলে,

হঠাৎ খিলখিলিয়ে হাসো।

কারণ,তুমি ভালোবাসো।


হাজার ব্যস্ততার মাঝে,

সান্ধ্য ভ্রমনে বেরোনো নবীন-প্রবীনের,

করমর্দন দেখে হাসো,

সেই অনুভূতিটাকে ভালোবাসো।


বসন্তের হাওয়া যেভাবে তুড়ি মেরে,

ঝেড়ে ফেলা জড় পাতাগুলোকেও ,

চলন-গমনে সক্রিয় করে তোলে,

প্রকৃতির সেই বোঝাপড়াকে ভালোবাসো।


ভালোবাসো ভালোবাসাকে,

ভালো রাখো ভালোবাসাকে,

ভালোবাসাই পারে ভালোবাসতে তোমাকে।




No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...