একা বোকা
হিজলের ছায়া ওড়ে
বহেড়ার ফল পেকে এলো
ছেলেবেলা, ও আমার ছেলেবেলা!
তুমি আজ কার সাথে খেলো?
সরিষা হলুদনদী ঢেউ তোলে মাঘঘেঁষা হাওয়া
সে এক করোটি আছে, স্বপ্নের চাঁদ আধ-খাওয়া
রাতচেরা বৈঠায় নৈাকারা জলসুর তোলে
এ প্রশ্ন গৌণ নয় কে রেখেছে!
কে কতোটা ভোলে?
লাটিমের ছেঁড়া সুতো
চুপচাপ মার্বেলও এক কোণে
এখনও জলের নদী
ফেরার উলেই দিন বোনে
নিথুয়া দুপুর চিরে ঝিঁঝিরা কি ডাকে আজও মা?
চর্চিত গোরা হাত
যতো দেখি, তোমার ছায়ার মতো না!
কান পাতি----
ও-বাড়ির আরতির ওলু আসে কানে।
দায় কার?
কে দিয়েছে বিষ মই!
আমার সোনালী পাকা ধানে?
নাটাইয়ের সুতো ছেঁড়ে
একরোখা হাওয়া কাটে ঘুড়ি
আমিই কি একা-পাগলী?
আমিই কি একা শুধু পুড়ি?
No comments:
Post a Comment