Saturday, June 9, 2018

ইন্দ্রানী চাকলাদার

ভালোবাসতে ভালোবাসি
           

ভালোবাসতে ভালোবাসি
যদি সে আমাকে আগলে রাখে ।

ভালোবাসতে ভালোবাসি
যদি সে আমাকে অবহেলা না করে।

ভালবাসতে ভালোবাসি
যদি সে আমাকে ভালোবাসে ।

ভালোবাসতে ভালোবাসি
যদি সে ওর দেওয়া নামে ডাকে ।

ভালোবাসতে ভালোবাসি
যদি সে আমাকে আলতো  স্পর্শ করে ।

ভালোবাসতে ভালোবাসি
যদি সে আমায় মিথ্যে না বলে ।

ভালোবাসতে ভালোবাসি
যদি সে আমাকে চোখে হারায় ।

ভালোবাসতে ভালোবাসি
যদি সে আমাকে জীবনের শেষ দিন পর্যন্ত ওর পাশে থাকার সুযোগ দেয় ।

ভালোবাসতে ভালোবাসি
শুধু তোমায় ।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...