ভালোবাসতে ভালোবাসি
ভালোবাসতে ভালোবাসি
যদি সে আমাকে আগলে রাখে ।
ভালোবাসতে ভালোবাসি
যদি সে আমাকে অবহেলা না করে।
ভালবাসতে ভালোবাসি
যদি সে আমাকে ভালোবাসে ।
ভালোবাসতে ভালোবাসি
যদি সে ওর দেওয়া নামে ডাকে ।
ভালোবাসতে ভালোবাসি
যদি সে আমাকে আলতো স্পর্শ করে ।
ভালোবাসতে ভালোবাসি
যদি সে আমায় মিথ্যে না বলে ।
ভালোবাসতে ভালোবাসি
যদি সে আমাকে চোখে হারায় ।
ভালোবাসতে ভালোবাসি
যদি সে আমাকে জীবনের শেষ দিন পর্যন্ত ওর পাশে থাকার সুযোগ দেয় ।
ভালোবাসতে ভালোবাসি
শুধু তোমায় ।
No comments:
Post a Comment