Saturday, June 9, 2018

ইন্দ্রানী চাকলাদার

ভালোবাসতে ভালোবাসি
           

ভালোবাসতে ভালোবাসি
যদি সে আমাকে আগলে রাখে ।

ভালোবাসতে ভালোবাসি
যদি সে আমাকে অবহেলা না করে।

ভালবাসতে ভালোবাসি
যদি সে আমাকে ভালোবাসে ।

ভালোবাসতে ভালোবাসি
যদি সে ওর দেওয়া নামে ডাকে ।

ভালোবাসতে ভালোবাসি
যদি সে আমাকে আলতো  স্পর্শ করে ।

ভালোবাসতে ভালোবাসি
যদি সে আমায় মিথ্যে না বলে ।

ভালোবাসতে ভালোবাসি
যদি সে আমাকে চোখে হারায় ।

ভালোবাসতে ভালোবাসি
যদি সে আমাকে জীবনের শেষ দিন পর্যন্ত ওর পাশে থাকার সুযোগ দেয় ।

ভালোবাসতে ভালোবাসি
শুধু তোমায় ।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...