Saturday, June 9, 2018

প্রসেনজিৎ দে

পিঁপড়ে

অচেনাকে চেনা, না'চেনার খোঁজে
আলোর পথ অন্ধ ।
আবেগের বশে লিখছি তবু
অপরাধ বইকি দন্ড ।।

মাইল'র পর মাইল বেয়ে
একশত করি পার,
প্রকৃতির নিয়মে সৃষ্টি সেথায়,
প্রশ্ন ওঠে কার ?

এদিক ওদিক রঙের ছটা,
দিব্বি আছি সব।
হয়তো ঢিবি ভিজছে জলে,
বুকে জড়িয়ে শব !

অস্ত যাওয়া, রাতের আকাশ
স্বপ্ন দেখে যাই ।
খুদ'র ন্যায় জন্ম তাদের,
তারা আজও অসহায় !

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...