Saturday, June 9, 2018

প্রসেনজিৎ দে

পিঁপড়ে

অচেনাকে চেনা, না'চেনার খোঁজে
আলোর পথ অন্ধ ।
আবেগের বশে লিখছি তবু
অপরাধ বইকি দন্ড ।।

মাইল'র পর মাইল বেয়ে
একশত করি পার,
প্রকৃতির নিয়মে সৃষ্টি সেথায়,
প্রশ্ন ওঠে কার ?

এদিক ওদিক রঙের ছটা,
দিব্বি আছি সব।
হয়তো ঢিবি ভিজছে জলে,
বুকে জড়িয়ে শব !

অস্ত যাওয়া, রাতের আকাশ
স্বপ্ন দেখে যাই ।
খুদ'র ন্যায় জন্ম তাদের,
তারা আজও অসহায় !

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...