Saturday, June 9, 2018

হাসিনা মতীন

তোমার হৃদয়ে ভালোবাসা

তোমার হৃদয়ে আমার জন্য
ভালোবাসা আগুন রঙের যন্ত্রে
চোখের কোণে শিরায় শিরায়
ইচ্ছা কত জন্মায় হৃদয়ের মন্ত্রে

খুলে দাও হৃদয়ের কপাট
দেখুক তবে ইচ্ছে আকাশ
মেলে ধরো আলোয় আলোয়
জেগে থাকুক ভালোয় ভালোয়

আকাশে বাতাসে সবুজে
দূর হতে দূরে হৃদয়ের পলকে অবুজে
মনের দুয়ারে মাথার মুকুটে
ভালোবাসার উত্তাপে বাঁশি

করতল জুড়ে লিখো তবে
ভালোবাসি ভালোবাসি ভালোবাসি!
শুধু তোমাকে ভালোবাসি।

(বনানী, ঢাকা, বাংলাদেশ)

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...