Saturday, June 9, 2018

আম্রপাল্লী দে

প্রতীক্ষা 

কল্পনা গুঁড়ো হয় । মেঘ প্রলাপ বাঁধায়।

বৃষ্টির কাকগুলো স্থির কালো বেশে মৃত্যুর গান শোনায় !!

ওই ছেঁড়া জামা ! কালশিটে মেয়েদেহ , দাঁড়া । যার রাতটুকু অ্যাসিড ঢেলে কেচে রৌদ্রে আগুন ঝরায় !!

বিয়ে ভাঙা শাড়ী । পালানো হাতের প্রেমিক-পিন্ড। ঘর জুড়ে ছিঁড়ে খেয়ে শেষে লাল কবর ঘেঁটে পালায় !!

সমুদ্রের হীরক রাজা । কবিতারা ছেপেছিল নিখোঁজ ইস্তাহার । আজ বিড়ি খেয়ে , মদ গিলে , পাথর ঠেলে জীবন চেনায় !!

মন্ত্রের ঠেলাঠেলি । ঘুণধরা কাঠবাক্স । অন্তিম মুহুর্তের জমিয়ে রাখা প্রেমগুলো দখিনা বাতাস ভাঙে আশহীন আশায় !!

লোহার ট্রেনস্টেশন । হাজার পায়ের গুগলি-কাঁদা। দু'টো টুকরো জোড়া লাগবে , বিবি এখনও বসে সেই প্রতীক্ষায় !!

যমদুত ভয়ে সিঁটোয় । পৃথিবী বিদ্যুৎবেগে নড়েবসে । একাধারের গল্পের বইগুলো অমানুষের অগ্নিকাণ্ডে চোখের জলে রূপকথা ভাসায় !!

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...