না ফেরার দেশে
আমাদের দুঃখ সুখে জড়িয়ে থাকে অসংখ্য মৃত্যু
চারপাশের অনাকাঙ্খিত পাহাদার
অবহেলা যায় না করা না ফেরার গন্তব্যটা
জীবন জাগিয়ে রাখে জন্মের আনন্দ
ভয়াল আঁধারে আলো ছড়ায় জীবনের ফসল
ধাবমান কাল বাঁচে কর্মে
ঝাঁক বেঁধে আসি আমরা সুবজের দেশে
ইত্যকার দাবীতে মিছিল মুখর সংগ্রামে থাকি
পৃথিবীর খাতা লেখে উত্তরাধিকারী ইতিহাস
দলছুট হয়ে যাই যাবার বেলায়
অনাদিকালের ফিরতি গন্তব্যে
পা বাড়াই শুধুই একা !
প্রতিটি মৃত্যুই মানুষের মধ্যে আত্মহত্যা করে
টুকরো কাঁচের এ পাশ ওপাশ
এ পাশটা স্বচ্ছ জগত জ্যোতি
ও পাশটা জলের ছাট্ কুয়াশা কুয়াশা
যেতে যেতে পিছনে থাকে পড়ে
অতৃপ্ত স্বপ্নের পায়ের ছাপ !
(এলিফ্যান্ট রোড, ঢাকা, বাংলাদেশ)
No comments:
Post a Comment