Friday, June 15, 2018

বিজন বোস

হাহাকার কখনো স্থায়ী হয় না


অনেক রকমের ভয় আছে
অন্ধকার গলিতে একা হাঁটার ভয়
নিঃসঙ্গ হয়ে যাওয়ার ভয়
ফতুর হয়ে যাওয়ার ভয়
সব থেকে বড় ভয় মৃত্যু ভয় ।

নেপোলিয়ান হিটলার ছিলেন
সভ্যতার বিপদ
ওদের তেড়া  চোখে ছিল
পৃথিবীকে হাতের তালুতে বন্দী করার ফন্দী
স্বপ্নই থেকে গেল শেষ পর্যন্ত
বিধ্বস্ত হল স্বৈরাচার ।

এখনো পৃথিবীর দিকে দিকে
সক্রিয় নব্য ফ্যাসিবাদ
শুধু শাষনে নয়;
চিন্তা মননে দর্শনে
সামন্তবাদ সমাজকে
টুকরোা টুকরো  করার ফন্দি আটে  ।
রক্তপাততো মানুষকে সুস্থির করে না
মানুষকে খুন করে উপরে উঠা যায় না
হাহাকারও কখনো স্থায়ী হয়না ।
ভয়কে জয় করে মানুষ এগিয়ে যাবে
" সবার উপরে মানুষ সত্য "
একথা খাঁটি অকাট্য
মানুষরূপী শ্বাপদের বিরুদ্ধে
শেষ পর্যন্ত লড়াই করে যেতে হয় ।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...