Saturday, June 9, 2018

সামিন শুভ

মন খারাপ 

মনটা ভালো থাকেনা
আপন মানুষ গুলোই
কেমন বে-আপন,
তখন, মনটা ভালো থাকেনা।

হু হু করে রিদয় নীড়ে
চোঁখের কোনে অস্ফুট অশ্রু,
ভাই,বাবা-মা যখন খুঁজেনা
তখন,মনটা ভালো থাকেনা।

ভীষণ রকম যেন অন্ধকার
কালো অমাবস্যার বলয়,
চারদিক যেন ঝিঁ ঝিঁ ডাকছে
ব্যাথার পাহাড়ে নামছে প্রলয়।

ভীষণ একাকিত্বে তখন আমি
গভীর থেকে আরও গভীরে
ডুবে যাই-----------
ঠোঁট দুটি নিরব কেঁপে বাঁকা
 স্তম্ভিত ভূবণ কেমন
 উদাসীন অস্ত যায়।

পরিশ্রমে দেহ কালো হউক
চোঁখের কোনে কালো দাগ
দেহ হউক কাঠি কাঠি
তবুও মনটা ভালো হউক
আপনজনদের পাশে নিয়ে
হাঁসুক দাঁতের কপাটি।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...