Saturday, June 9, 2018

অভ্রজিৎ দেবনাথ

রাধাকীর্তন

নিউম্যারিক্যাল ক্লাসে ফার্স্ট হওয়াটা বড়ো নয়,
শ্রীমতির পারফিউমে সড়কবাতি ফিউজ হয়।
বিপত্তির আশঙ্কায় দুবার ভূকম্পের ট্রায়াল,
বইপোকা সুবোধের চশমায় গোলাপি এঞ্জেল।

দিগন্তের ফুজিয়ামা সরায় কুয়াশার আবেশ,
দুরন্ত মিনিবাসটা ছুটন্ত গতিতে নিরুদ্দেশ।
জিন্দগির স্পীডবোডে কত শ্রীমতিরা মৃগয়ায়,
বাহাদুর ছোকরা হাত কেটে ব্যান্ডেইড লাগায়।


No comments:

Post a Comment

দুলাল চক্রবর্তী

চির অমর রবে  . কাশ্মীরের মনোরম পর্যটন কেন্দ্র  পহেলগাঁও -- পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে।  অনেকে গিয়েছে সেদিন  কেউ কি জানতো ছাব্বিশটি তাজা প...