Saturday, June 9, 2018

পরিতোষ সরকার

মন পাখি

মন পাখি তুই কেন
বিচল পাখায় বিষাদের বাতাসে বয়ে
চন্দনের ঐ শুকনো ডালে বসে থাকিস?
সে চলে গেছে
তোর বুক বিদীর্ণ করে
একা এই মরা ডালে ফেলে।
পাখি রে -----
বকুল ফুলের মালাও যে আজ ছেড়েছে
তার স্নিগ্ধতা;
তুই কেন, শুকনো মালা গলায় নিয়ে
মনের আশায়---
চোখের বন্যায় ডুবে মরিস?
পাখি তুই যাস না উড়ে চন্দনের
ঐ সরু মরা ডালে,
একদিন শুকনো ডালও তোরে ফেলে যাবে দুঃখের সাগরে।

             

No comments:

Post a Comment

দুলাল চক্রবর্তী

চির অমর রবে  . কাশ্মীরের মনোরম পর্যটন কেন্দ্র  পহেলগাঁও -- পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে।  অনেকে গিয়েছে সেদিন  কেউ কি জানতো ছাব্বিশটি তাজা প...