মন পাখি
মন পাখি তুই কেন
বিচল পাখায় বিষাদের বাতাসে বয়ে
চন্দনের ঐ শুকনো ডালে বসে থাকিস?
সে চলে গেছে
তোর বুক বিদীর্ণ করে
একা এই মরা ডালে ফেলে।
পাখি রে -----
বকুল ফুলের মালাও যে আজ ছেড়েছে
তার স্নিগ্ধতা;
তুই কেন, শুকনো মালা গলায় নিয়ে
মনের আশায়---
চোখের বন্যায় ডুবে মরিস?
পাখি তুই যাস না উড়ে চন্দনের
ঐ সরু মরা ডালে,
একদিন শুকনো ডালও তোরে ফেলে যাবে দুঃখের সাগরে।
No comments:
Post a Comment