Monday, February 22, 2021

সোমা চক্রবর্তী

মাতৃভাষা

ভাষাটার তুলনা নাই 
ভাষাটার বিকল্প নাই,
শিশু ঘুমন্ত এখনো
ঘুমন্ত মায়ের গর্ভে 
অন্ত নিবিষ্ট ।
এ জীবন ফুটন্ত পুষ্পের ন্যায় কোমল 
সদ্য প্রসূত প্রস্ফুটিত জ্যোতিস্মান।

ভাষাটার তুলনা নাই 
ভাষাটারর বিকল্প নাই, 
মাতৃভাষা মাতৃদুগ্ধ
রবি ঠাকুরের বুলি
আধো আধো শিশুর গলায়
স্পষ্ট হয়নি তবুও।
মায়ের মতোই স্নিগ্ধ কোমল
মাতৃভাষার স্বাদ
মায়ের ভাষা  হয়নি কভু, 
কলঙ্কের অপবাদ।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...