এক বুক ভালোবাসা
অজানা পথে হাঁটতে হাঁটতে
কোথায় যে থমকে দাঁড়াই,
কত নুড়িপাথর কুঁড়িয়ে ঘর সাজাই,
পরিত্যাক্ত স্বপ্ন গুলো একত্রে কোলে তুলে
বুকের ভেতর আগলে রাখি।
ও যেন সব কষ্ট সইবার-দায়িত্ব নিয়েছে,
সুখ রাখার জায়গা বানিয়েছে।
অথচ এ বুকে মাথা রেখে কেউ টের ই পাবে না
অত সব সুখ যন্ত্রণা বয়ে যাচ্ছে।
নদীর স্রোতে বালি কনার মতো
নিঃশব্দে চলতে চলতে সমুদ্রে গিয়ে
আনন্দ উল্লাসের মতো ছড়িয়ে পড়েছে।
বাহ্ রে জীবন; এ ভাবেই তার বয়ে চলা।
জীবনের গতি পথের জটিল সমাধান;
এক বুক ভালোবাসা।
No comments:
Post a Comment