Monday, February 22, 2021

রামপ্রসাদ কুন্ডু

না স্পর্শে না অনুভবে

তোমাকে ভালবেসে না পাওয়া
তাতে মোটেও আক্ষেপ নেই আমার
জানি স্পর্শহীন ভালবাসা হয়তো
কপালে জোটে না সবার! 

না ছিল স্পর্শ, না ছিল চুম্বন আলিঙ্গন
না ছিল নিষিদ্ধ গলিপথে হাঁটা
দেখতে দেখতে পেরিয়ে যায় অনেকটা বছর
তবু তোমার সাথে পালন হয়নি সব উৎসব
হয়তো নিয়তির খেলা এটাই! 

না পেলাম তোমাকে, ভেঙেছে দুটি মন
সান্তনা রাখি এই ভেবে যে, 
স্পর্শ আলিঙ্গন চুম্বনে ভালবাসা নেই 
পবিত্র রেখেছিলাম তত বছর তোমাকে 
হয়তো এটাই নিয়তির খেলা!

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...