Monday, February 22, 2021

প্রীতম শীল

নই আমি উন্মাদ প্রেমিক

আমি মায়ার জালে তোমায়,
বাঁধতে পারবোনা সখী।
আমি যে রুঢ় ভাষার কবি,
নয় যে আমি দৃঢ় কামুকী।
আমি যে পাষান সমতুল্য,
তোমার প্রেম বিষমিশ্রিত সুধা।
আমি যে উন্মাদ প্রেমিক হতে পারিনা,
নিয়ে প্রেমের কঠিন ক্ষুদা।
তুমি কি ভেবেছিলে আমি বার বার,
ছুটে আসবো তোমার প্রেমের টানে।
আমি বলে যাই প্রিয় তোমার কাছে,
প্রেম চাইলেও যৌবন চাইবোনা তোমার পানে।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...