Monday, February 22, 2021

সনৎ কুমার কুন্ডু

ভালোবাসা দিবসের গল্প

আজকের এই ভালোবাসা দিবসে
কী নিয়ে তোমার সাথে দেখা করব প্রেয়সি? 
ভাবতে ভাবতে ছোট্ট একটা গোলাপ কুঁড়ি
কাঁটা মাড়িয়ে  গাছ থেকে তুলে নিলাম
তোমার সামনে আসতে আসতে কুড়িটা
একটা পূর্ণাঙ্গ গোলাপে পরিণত হলো

চারিদিকে কি সুন্দর ঘ্রাণ বাতাসে বাতাসে ছড়াচ্ছিল,
হৃদয়ের আবেগে কিছু সময় ধরে তাকে
ভালবাসা দিতেই সে আস্তে আস্তে
পড়ন্ত বেলার মত স্তিমিত হয়ে
বিবর্ণ রংয়ে  জীবন সন্ধিক্ষণে....
মুহূর্তে চোখ তুলে দেখি সূর্য অস্তাচলে
চিত্রশিল্পীর তুলিতে মাখানো রংয়ে 
আকাশটা যে রঙিন হয়ে যাবার দৃশ্য
অবলোকন করতে করতে দেখি
তুমি প্রেয়সী!
তোমার চিবুক স্পর্শ করে বললাম
''এতদিন পর তুমি''!
আর এই ভালোবাসা দিবসে?

দিন গড়িয়ে রাতে
প্রস্ফুটিত গোলাপ আর পূর্ণিমা চাঁদ হয়ে
বিস্ময়ের বার্তা নিয়ে এসেছ তো?? 

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...