Monday, February 22, 2021

মিঠু মল্লিক বৈদ্য

গর্বের একুশ

এসেছিলে দুর্নিবার পথধরে
অগ্নিগর্ভা বাংলার বুকে,
জ্বালিয়ে মশাল রাজপথে
ফিরছে আলয় বিজয়রথে।

ভুবনজোড়া অমর তুমি
প্রতিবাদে অধিকারের দাবী।
লড়েছে তরুণ তরুণী 
লিখেছে গৌরব কাহিনী।

রণদামামা বাজিয়ে বাঙ্গালী 
করেছে আত্মাদরের দাবী।
লাখো প্রাণের আত্মাহুতি
বানিয়েছে তোমায় বিজয়ী।

তুমি শাশ্বত,অবিনাশী
গর্বের একুশে ফেব্রুয়ারি।
রক্ত ঝরানোর ইতিবৃত্তি
লিখেছে রফিক বাহিনী।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...