গর্বের একুশ
এসেছিলে দুর্নিবার পথধরে
অগ্নিগর্ভা বাংলার বুকে,
জ্বালিয়ে মশাল রাজপথে
ফিরছে আলয় বিজয়রথে।
ভুবনজোড়া অমর তুমি
প্রতিবাদে অধিকারের দাবী।
লড়েছে তরুণ তরুণী
লিখেছে গৌরব কাহিনী।
রণদামামা বাজিয়ে বাঙ্গালী
করেছে আত্মাদরের দাবী।
লাখো প্রাণের আত্মাহুতি
বানিয়েছে তোমায় বিজয়ী।
তুমি শাশ্বত,অবিনাশী
গর্বের একুশে ফেব্রুয়ারি।
রক্ত ঝরানোর ইতিবৃত্তি
লিখেছে রফিক বাহিনী।
No comments:
Post a Comment