Monday, February 22, 2021

দিপিকা রায়

ভ্যালেনটাইন

মূর্ছানো রঙিন পাপড়িগুলো
অসহায় আজ পথের মাঝে। 
প্রেম নিবেদনে সজ্জিত মৃত্যু শয্যা
ছিন্ন, সময়ের মায়াজাল। 
মুখরোচক মিষ্টিসারি, 
বিষ্ফোরক হয়ে ফাটলো বুকে। 
পুতুল খেলার পুতুল ভেবে, 
ভাঙলো আজ বিশ্বাসের পাঁজর। 

মায়ের আঁচল ভেজলো তাই, 
সিঁথি ভরা রঙিন সিঁদুর। 
বিচ্ছিন্ন রাখীর সুতো, 
স্নেহের দ্বারে সন্তানের ডাক। 
সব বিদায় বেলায়
করল আলিঙ্গন মাতৃভূমি। 
চুম্বন করে এই মৃত্তিকার বুকে
উড়িয়ে দিল প্রেমের কাফন। 

সুখের ভিড়ে হাসতে হাসতে, 
বিলীন হলে না জানি
কোন দেশে। 

হয়তো আবার দেখা হবে
কোনো জননীর গর্ভজুড়ে। 
মিশবে তো এই ধুলিকণায়
ওই বয়ফ গুলো পিষবে  আবার, 
তোমার পদ ছায়ায়
তোমার হাতে উড়বে এই তিরঙ্গা। 
গাইবে তো আবার মুক্তির গান, 
কম্পিত করবে আকাশ, 
তোমার জয় ধ্বনিতে আবার
জয়হিন্দ জয়হিন্দ জয়হিন্দ।

No comments:

Post a Comment

দুলাল চক্রবর্তী

চির অমর রবে  . কাশ্মীরের মনোরম পর্যটন কেন্দ্র  পহেলগাঁও -- পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে।  অনেকে গিয়েছে সেদিন  কেউ কি জানতো ছাব্বিশটি তাজা প...