Monday, February 22, 2021

উর্মি সাহা

দশ মাসে আমি
 
এখন তোমার প্রথম মাস
কষ্ট তোমার তেমন নেই,
শক্তি এবার নেই আমার;
ইন্টিলিজেন্ট মস্তিস্কে প্রশ্ন সেই!

দ্বিতীয় মাসে অসুস্থতা--
উষ্ণ শরীরে ক্লান্ত তুমি,
তৃতীয় মাসে আমি যখন একটু বড়ো-,,
মা! তুমি আমায় বোঝো বুঝি?

যাজ্ঞে; চতুর্থ নম্বরে পাড়ি তোমার
এবার নতুন স্বপ্নের বসবাস,
পঞ্চমেতে তোমার স্নেহ-
আর রক্ত-মাংসে আমার শ্বাস।

ষষ্ঠ ধাপে বলছি আমি,নড়ছি আমি,
মা! তোমার ভেতরটা খুব নরম গো,
আমার একটু নড়াচড়ায়--,
তুমি বুঝি অসন্তুষ্ট,তুমি বুঝি রাগো!

সপ্তম মানে কষ্ট তোমার,
আমার স্বপ্ন উড়বো আমি!
সেই আনন্দে উন্মাদ থাকি;
তবুও কষ্ট কান্না স্বরে ভালোবাসো তুমি।

নবম সময় কঠিন বড়ো-ই,
তাও-তো তোমার হাত পাই।
দশমেতে দর্শন তোমার।
পর জন্মেও যেন তোমার গর্ভ পাই।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...