বাসন্তী রঙে
বাসন্তী রঙের শাড়িতে গোলাপী হাতার আবর্তন,
সিল্কি চুলের আড়ালে ভেসে ওঠা উৎফুল্ল তোমার মন।
কোমরে সোনালীবিছা,
হাতে রঙিন চুড়ি,
পায়ে রক্ত আলতা, হাতে সময়ের ঘড়ি।
হাই হিলসের বদলে, পায়ে ফ্ল্যাট সোলিং জুতো,
মাঠে প্রবেশ করলে, সঙ্গে সখী তিনেক মতো;
ঘন কাজল চোখে, তোমাকে লাগছিলো বেশ,
শুধু তুমি, শুধু তুমি এতেই আমি শেষ।
বাসন্তীর তাঁতে;
হাসিভরা তোমার উজ্জ্বল মুখ,
হার্টবিট বেড়ে যাওয়া আর ভালোবাসার এক অদ্ভুত সুখ।
গোলাপি লিপস্টিকে রঙিন ঠোঁটে, কথা শুনছিলাম ঠিক,
চোখ পরছিলো না তোমার থেকে এদিক ওদিক।
ভালোবাসি, ভালোবাসি তোমায় বলতে ইচ্ছে ছিলো,
কি বলবো কিছুই আসছিলো না, নার্ভাসনেস-এ সব কেটে গেলো।
আবেগের আবেদনে, তুমি যে সাড়া দিলে,
এতেই আমি খুশি, বলবো না হয় দুজনে মিলে, অন্য কোনো দিনে।
তোমার চোখে দেখেছি আমি, অদম্য এক চাওয়া,
ভালোবাসার আঙিনায়, জানি না হবে কি পাওয়া।
সঙ্গে থেকো, সাথে থেকো এই চলার পথে,
সোহাগ দিয়ে বাঁধব মোরা, এই ঘর একসাথে।
No comments:
Post a Comment