Monday, February 22, 2021

আক্তার হোসেন

আমরা সবাই এক

সর্বক্ষেত্রে আমরা কেনো করছি বিচ্ছেদ? 
কখন জানি ছিন্ন হবে মানবিকতার অবাধ বাঁধন! 
সে দিন হয়তো আর বেশী দূর নয়।
বিদ্বেষের তপ্ত দহন ক্রমশই ঘনীভূত হয়ে আসছে, 
পৃথিবীর মেল বন্ধনের মাঝে চির ফাটল তৈরী করে দেবে। 


—এই দুশ্চিন্তায় কেটে যায় আমার বিনিদ্র নিদ্রা! 
ছিন্ন ছাড়ার মতো ছুটতে থাকি সকাল সন্ধ্যা।
হাজার অঙ্ক কষেও মিলছে না হিসেব,
কেনো এতো বৈষম্য এতো বিবাদ? 
যাহা হতে উৎপত্তি একদিনতো সেখানেই বিলিন হয়ে যাবো।
সমস্ত অহংকারের অবসান ঘটবে সে দিন, 
যে দিন সমস্ত প্রচেষ্টা ধুলোয় মিশে জর্জরিত হবে,
আমরাতো সবাই এক —
কেনো করছি বিবাদ?

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...