Monday, February 22, 2021

অভিজিৎ রায়

শ্রমিক

আমরা কাজ করি বলে নাম পড়েছে শ্রমিক
নির্দ্বিধায় বলতে পারি আমরাই প্রকৃত দেশপ্রেমিক
মোদের নিরন্তর পরিশ্রম বানিয়ে দেয় মানুষকে কোটিপতি
আবার আমরাই একজোট হয়ে করতে পারি সবার দুর্গতি!

আরে আমরা যদি কাজ না করি কে দেবে খাদ্যের যোগান?
শত পরিশ্রমের পরও মোরা পাইনা প্রকৃত সন্মান।
ধনী আরো ধনী হয় গরীবের কাধে চরে
বাবুদের অন্যায়, অবিচার সহ্য করি মোরা নির্বিচারে
আমরা ভবি সাবার কথা।
কিন্তু কেউ বুঝেনা মোদের ব্যাথা

পেটের তাগিদে অনেকেই ছেড়েছি বাড়ীঘর
কাজের খুঁজে ঘুরে বেড়াই মোরা দেশ দেশান্তর

অন্যের মুখে হাঁসি ফুটাতে গিয়ে মোরা মাজেমাঝে না খেয়েও থাকি
দুঃখ মোদের কেউ একবারও জিজ্ঞেস করে না কিভাবে বাঁচি

তবুও শত পরিশ্রমের পর করি সবাইকে সন্মান
দেশের সেবায় যেন করতে পারি আত্ম বলিদান।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...