প্রেম বাঁচুক মনে
রোজ্ ডে তে ,আমি কারো
জীবন গাছের গোলাপ হয়ে
ফুটতে পারিনি!
তবে ,সমাজ পরিবারের
কাঁটা হয়ে উঠতে পেরেছি ।
চকলেট ডে তে ,পঞ্চাশ পয়সার
একটা লজেন্সও আমার কপালে জোটেনি
তবে ,চকলেটের ছেঁড়া প্যাকেট হয়েও
জীবনটাকে বাঁচিয়ে রেখেছি,
মরণের কাছে হার মানিনি ।
টেডি ডে তে , রঙিন ,নরম টেডি আমি চাইনি
কিন্তু একটা ছেঁড়া কোলবালিশ ও পাইনি ,
যেটা জড়িয়ে ধরে নীরবে -নিভৃতে
প্রাণ খুলে কাদঁতে পারি ।
সেটুকু অর্থও আমার জোটেনি ।
প্রপোজ্ ডে তে ,প্রপোজের ঝড় তো দূরের কথা
সারাজীবনে একটা পাত্রও আসেনি ,
যার হাতে তুলে দিয়ে
মা নিশ্চিন্ত হতে চাইতো ,
শান্তিতে মরতে চাইতো।
প্রমিজ্ ,হাগ,কিস নামক শব্দগুলো
আজও আমার কাছে অজানা
ভ্যালেন্টাইনের মানে আমি খুঁজেছি ,
শ্রাবণরাতে ,প্রেমহীন বিদ্যুতের আঘাত ,
আমিতো নীরবেই সয়েছি ।
বছর পনেরোতে ,যৌবনে পা রাখলেও
পরের কুড়িটা বসন্তও ,কেটে গেলো নীরবে
শীতের পাতা ঝড়া আজও থামেনি ,
মন পেখম মেলে আজও ওড়েনি
নীল দিগন্তের দেখা আমি পাইনি ।
অ্যাক্সিডেন্টে বাবাকে হারিয়েছি ,
সঙ্গে নিজের পা দুটোও খুইয়েছি ,
জয়েন্ট ফ্যামেলিতে রুগ্ন মাকে
বোবার মতো খাটতে দেখেছি ,
তবুও ঈশ্বরের দেখা আমি পাইনি ।
'কালো মেয়ের কালো হরিণ চোখ '
ও তো দরদী কবির কল্পনা ,
আমি তো কোনো কাব্য নই
কালো মুখে ,হরিণ চোখের ভাষা
পাঠক কেন যত্ন করে পড়বে ?
পাতা ঝড়া শীতে আজও শুনি
নীল বসন্তের আগমনী .....
হুইল চেয়ারে বসে আজও
রঙিন স্বপ্নের জাল বুনি ।
প্রেম আসুক আর নাই আসুক
আজ ভ্যালেন্টাইন .......
প্রেমহীন জীবনে , প্রেম বাঁচুক মনে
সুখ সপ্নের টানে ।
No comments:
Post a Comment