Monday, February 22, 2021

মোহাজির হুসেইন চৌধুরী

আলোর ভোর
   
সারারাত একটা ছায়ার সঙ্গে যুদ্ধ
সারারাত আচ্ছন্নতায় একটা অস্পষ্ট ঘোর 
চারদিকে বিভূতি মাখানো অসুরের সুর 
কেউ আলো জ্বালাতে রাজি নয় 
কমপক্ষে দেশালাইয়ের কাঠি 
মনের ভেতর কি একটা ভয় 
এভাবে কখনও কী নামানো যাবে 
ঈশ্বরের প্রদত্ত ভোর?  

এখনই দাঁড়িয়ে যাও।  দু'হাতে 
আকাশ উপরে ধরে 
স্ফুলিঙ্গ ছড়াও ঘষে পাথরে পাথরে 
আদিমতা মুছে যাক 
আবার প্রথম যাত্রা শুরু হোক আদমের 
হাওয়ারা খেলতে থাকুক ফুলবাগিচায় 
ভালবাসায় আপ্লুত হোক প্রতিবাদী শব্দেরা
মোহমায়ায়।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...