সারারাত একটা ছায়ার সঙ্গে যুদ্ধ
সারারাত আচ্ছন্নতায় একটা অস্পষ্ট ঘোর
চারদিকে বিভূতি মাখানো অসুরের সুর
কেউ আলো জ্বালাতে রাজি নয়
কমপক্ষে দেশালাইয়ের কাঠি
মনের ভেতর কি একটা ভয়
এভাবে কখনও কী নামানো যাবে
ঈশ্বরের প্রদত্ত ভোর?
এখনই দাঁড়িয়ে যাও। দু'হাতে
আকাশ উপরে ধরে
স্ফুলিঙ্গ ছড়াও ঘষে পাথরে পাথরে
আদিমতা মুছে যাক
আবার প্রথম যাত্রা শুরু হোক আদমের
হাওয়ারা খেলতে থাকুক ফুলবাগিচায়
ভালবাসায় আপ্লুত হোক প্রতিবাদী শব্দেরা
মোহমায়ায়।
No comments:
Post a Comment