Monday, February 22, 2021

সুপর্ণা কর

শিশু

ঘরের শিশু খাবেনা বলে বায়না ধরে।
পথের শিশু খাওয়ার আশায় ভিক্ষা করে।

ঘরের শিশু নতুন পোশাকে সাজে,
আর পথের শিশু ছেঁড়া কাপড় খোঁজে।

ঘরের শিশু ঘুমায় রাজ শয্যায়।
পথের শিশু ঘুমায় মাটির বিছানায়।

শিশু তো দু'জন‌ই বটে, তবে থাকে দুই মেরুতে।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...