শিশু
ঘরের শিশু খাবেনা বলে বায়না ধরে।
পথের শিশু খাওয়ার আশায় ভিক্ষা করে।
ঘরের শিশু নতুন পোশাকে সাজে,
আর পথের শিশু ছেঁড়া কাপড় খোঁজে।
ঘরের শিশু ঘুমায় রাজ শয্যায়।
পথের শিশু ঘুমায় মাটির বিছানায়।
শিশু তো দু'জনই বটে, তবে থাকে দুই মেরুতে।
সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...
No comments:
Post a Comment