Monday, February 22, 2021

বিপ্লব গোস্বামী

সোনার শিক্ষা

বর্ণ  শিখে ছোট্ট সোনা
মায়ের কাছে বসে ;
বাবার কাছে সংখ‍্যা শিখে
সোনা অঙ্ক কষে ।

আমার কাছে বসে সোনা
শিখে মজার ছড়া ;
বাবার কাছে গিয়ে শিখে
শতকিয়ার পড়া।

মায়ের কাছে জানে সোনা
কোথায় কোন দেশ,
বাবার কাছে শিক্ষা পায়
যত সৎ উপদেশ।


No comments:

Post a Comment

দুলাল চক্রবর্তী

চির অমর রবে  . কাশ্মীরের মনোরম পর্যটন কেন্দ্র  পহেলগাঁও -- পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে।  অনেকে গিয়েছে সেদিন  কেউ কি জানতো ছাব্বিশটি তাজা প...