আজ সেই বসন্ত
আকাশের নীল রং, তার মাঝে তোমার ছবি
বাতাসের বাতাসে তোমার ভালবাসা ।
আজ বসন্ত,
ভালবাসার প্রজাপতি উড়ছে ডানা মেলে ।
ফুলে ফুলে মৌমাছি বসেছে আনন্দ করতে ।
পৃথিবী আজ সেজেছে নীল রং এ
তোমার গায়ে জড়ান নীল শাড়ি,
কপালে নীল টিপ ।
আজ বসন্ত,
তাই ভালবাসি
ভালবাসার দিন গুলির থেকে অনেক বেশি ।
No comments:
Post a Comment