Monday, February 22, 2021

বিটু মজুমদার

আজ সেই বসন্ত

আকাশের নীল রং, তার মাঝে তোমার ছবি
বাতাসের বাতাসে তোমার ভালবাসা ।
আজ বসন্ত,
ভালবাসার প্রজাপতি উড়ছে ডানা মেলে ।
ফুলে ফুলে মৌমাছি বসেছে আনন্দ করতে ।
পৃথিবী আজ সেজেছে নীল রং এ

তোমার গায়ে জড়ান নীল শাড়ি,
কপালে নীল টিপ ।
আজ বসন্ত,
তাই ভালবাসি
ভালবাসার দিন গুলির থেকে অনেক বেশি ।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...