যাত্রা হোক শুরু গহীন অন্তর থেকে,
যেখানে একরাশ ফজিল রেখে।
মাটিচাপা পড়ে ছিলাম আমি প্রথম শ্রাবণীতে,,
গন্তব্যহীন পথে তুমি কি আমায় চিনতে পেরেছো!
ফর্মা থেকে বের করে দাও তোমার অনিন্দ্যসুন্দর রুপ।
তোমার হৃদয়ে রক্তাক্ত প্রেম ভালোবাসায় আমারি বুকে,
বিদ্ধ করেছে বুলেট।
আবার জেগে উঠেছে দিবানিশিথে!
এক অভিন্ন অভিনেতা তুমি!
বদলে দিয়েছো ক্যালেন্ডারের দিনগুলো।
এক অবান্তর মহিমা হীন মৃত্যুর স্রোত,
জীবন কে ক্যানভাসে খুঁজেছ কম্প্রোমাইজ গিভ অ্যান্ড টেক পলিসিতে।
No comments:
Post a Comment