Monday, February 22, 2021

নাফিসা খান

বিবস্ত্র

নগ্ন একটি চিত্র মস্তিকে জায়গা করেছে,
আপন ইচ্ছায় বস্ত্র লোপাট কারী কোন
বেপরোয়া নয়,
জীবিকার ভড়ংয়ে বিকিনিতে বাজিমাত
মেকি নক্ষত্রও নয়।

শকাব্দের যন্ত্রণায় দগ্ধ
অবহেলিত,
শোষণের নিপীড়নে স্তনের কাপড় খুলে 
দাহ্য মাটি!
নির্লজ্জ প্রাচীর ভেদ করে পোড়া
শরীরের  হিসাব নিতে রাজপথে!

অনেক শব্দ খরচ করেছি উপস্থাপনায়,
অনেক অর্থের অপচয় গাঁট বেঁধে
আছে পোশাকে,তবুও উলঙ্গ দেহ।
বাবুরা পানশালায় আসে শুধু আয়েস
মেটাতে।
তারা ভালোবাসতে জানে না!
পোড়া হাঁড়ির গন্ধে মদের গ্লাস মজে।

অ্যালুমিনিয়ামের প্লেট অনেক অভুক্ত
রাত জৈব সারে গলা ডুবিয়ে ছিল,
পাওনাটা বাকি আছে।
কোষাগার আর নয়,এবার দাতা
গ্রহীতার হিসাব বরাবর।
যান্ত্রিক অশ্রু বর্ষণ?
লাঙ্গলের ফালে সঞ্চিত অশ্রু উলঙ্গ
তান্ডবে  উপচে পড়েছে,
নিপাত যাক বাবুদের কাঁচের পৃথিবী।

নবান্ন থেকে ওনাম,ওনাম থেকে বিজু
অত্যাচারীর স্বর্গবাস.
অন্নহীন আউশ
আর নয়,
বয়কট সিম,বয়কট ফোন
বয়কট রাজা তোর বাবু
বিবস্ত্র কলম!

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...