Monday, February 22, 2021

জগন্নাথ বনিক

আজ প্রিয়ার বিয়ে 

বিয়ের সানাই বেজে উঠেছে,
হবে মোর প্রিয়ার বিয়ে।
প্রিয়া আজ নববধূ সেজেছে আলতা পড়ে,
রাঙিয়েছে দুই পায়ে নূপুর দিয়ে।

সখিরা সব এসে গেছে,
প্রিয়ার হলুদ সন্ধ্যায়।
মনের মতো সাজিয়েছে মোর প্রিয়া কে,
 নূপুর পড়াবে দুই পায়ে রাঙিয়ে তুলবে লাল আলতায়।

লাল রঙের বেনারসি পড়েছে প্রিয়া,
চলে যাবে বুঝি শ্বশুরবাড়ি।
আর কি কোনদিন শুনতে পাবো না,
প্রিয়ার রাঙা পায়ের নুপুরের শব্দ গুলি।

রাঙা পায়ের নূপুরের শব্দ শুনে,
ছুটে গেলাম প্রিয়ার কাছে।
চিৎকার করে ডেকেছি প্রিয়া কে,
সারা দেয়নি প্রিয়া আমার ডাকে।

ভালোবাসার দুঃখ বুকে নিয়ে,
মুখে হেসেছি প্রিয়ার কাছে।
ভালো থাকো প্রিয়া সুখে থাকো তুমি,
মনের মতো রাঙিয়ে তুলো তোমার সুন্দর জীবন খানি।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...