Monday, February 22, 2021

লিটন শব্দকর

নীল শার্ট এবং ভালোবাসা
                   
প্রতি সপ্তাহের শেষে কোথাও
শহরবাসী সমুদ্র দেখতে আসে, 
সেখানে নুড়ি পাথর জমাই
আবার বালিতে ভাসিয়ে দিই
এভাবে দিন কাটে ভালো।
বসন্তে অনেক রঙ প্রয়োজন
তাই ঢেউয়ের কথামতো প্রথমে
হৃদের তুলিতে তন্দ্রা মেখে বললাম-
-আঁকো ঘুমনদী।
নীল রঙ জমাট বাঁধলে জানা গেলো
চেনাশোনা ছড়ায় মিশে যেতে
তার মাত্র হাতে গোনা দিন।
সেদিন পাড়াগাঁ থেকে সমুদ্র অনেক দূরে
নীলিমা ভুল করে সমুদ্রশার্টটা ছিড়লো
আমার পরনে রইলো শুধু ভালোবাসা।   

No comments:

Post a Comment

দুলাল চক্রবর্তী

চির অমর রবে  . কাশ্মীরের মনোরম পর্যটন কেন্দ্র  পহেলগাঁও -- পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে।  অনেকে গিয়েছে সেদিন  কেউ কি জানতো ছাব্বিশটি তাজা প...