Monday, February 22, 2021

লিটন শব্দকর

নীল শার্ট এবং ভালোবাসা
                   
প্রতি সপ্তাহের শেষে কোথাও
শহরবাসী সমুদ্র দেখতে আসে, 
সেখানে নুড়ি পাথর জমাই
আবার বালিতে ভাসিয়ে দিই
এভাবে দিন কাটে ভালো।
বসন্তে অনেক রঙ প্রয়োজন
তাই ঢেউয়ের কথামতো প্রথমে
হৃদের তুলিতে তন্দ্রা মেখে বললাম-
-আঁকো ঘুমনদী।
নীল রঙ জমাট বাঁধলে জানা গেলো
চেনাশোনা ছড়ায় মিশে যেতে
তার মাত্র হাতে গোনা দিন।
সেদিন পাড়াগাঁ থেকে সমুদ্র অনেক দূরে
নীলিমা ভুল করে সমুদ্রশার্টটা ছিড়লো
আমার পরনে রইলো শুধু ভালোবাসা।   

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...