Monday, February 22, 2021

সুব্রত রায়

কবিতা                      
                 
কবিতা আমি লিখতে ভালবাসি
লেখার মাঝে নিজে নিজেই হাসি।
আমি কবিতা লেখি আমার মত করে
তুমি আমার কবিতা পড় তোমার মত করে।
কবিতায় ছন্দ আসুক বা না আসুক
কবিতা পড়ার সময় আমার ছবি তোমার চোখে ভাসুক।
কবিতার হল  আমাদের মাঝে দূত
তাইতো তৈরি হল মনন স্রোত।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...