কবিতা
কবিতা আমি লিখতে ভালবাসি
লেখার মাঝে নিজে নিজেই হাসি।
আমি কবিতা লেখি আমার মত করে
তুমি আমার কবিতা পড় তোমার মত করে।
কবিতায় ছন্দ আসুক বা না আসুক
কবিতা পড়ার সময় আমার ছবি তোমার চোখে ভাসুক।
কবিতার হল আমাদের মাঝে দূত
তাইতো তৈরি হল মনন স্রোত।
No comments:
Post a Comment