Monday, February 22, 2021

সুব্রত রায়

কবিতা                      
                 
কবিতা আমি লিখতে ভালবাসি
লেখার মাঝে নিজে নিজেই হাসি।
আমি কবিতা লেখি আমার মত করে
তুমি আমার কবিতা পড় তোমার মত করে।
কবিতায় ছন্দ আসুক বা না আসুক
কবিতা পড়ার সময় আমার ছবি তোমার চোখে ভাসুক।
কবিতার হল  আমাদের মাঝে দূত
তাইতো তৈরি হল মনন স্রোত।

No comments:

Post a Comment

দুলাল চক্রবর্তী

চির অমর রবে  . কাশ্মীরের মনোরম পর্যটন কেন্দ্র  পহেলগাঁও -- পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে।  অনেকে গিয়েছে সেদিন  কেউ কি জানতো ছাব্বিশটি তাজা প...