Monday, February 22, 2021

টিটু বনিক

জমানো ব‍্যথা 
 
শহস্র ব‍্যথায় আজ মনে পাহাড় জমে 
একাধিক ধ্বনি দিয়ে ও শুধু একখানি প্রতিধ্বনি ভেসে আসে। 
কতকাল পেরিয়ে তবুও অটল ঐই মহীধর 
স্তরে স্তরে জমচ্ছে শৈল, শীর্ষ যেন অটল।
সমতলের টানে যেন কত অশ্রুনদী নেমে আসে।
ভাঙ্গে টুকরো টুকরো  শৈল, তবুও গিরি নিশ্চল- অটল।
তবে ঐই অদূরে 
অনাগত কোনো উল্কাপিন্ডে,
পাহাড়ের চূর্নবিচূর্ন, ভূমি সমতল 
আবার ফিরে আসবে সমতল।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...