কালো মেঘ বৃষ্টি আনে,
গাছ জাগে আপন মনে।
টপটপ বৃষ্টি পড়ে,
থরথর করে পাতা নড়ে।
হঠাৎ বাতাস বইতে থাকে,
গাছের পাতা নড়তে থাকে।
হঠাৎ রোদ,হঠাৎ বৃষ্টি,
দুনিয়াটা এইভাবে সৃষ্টি।
আসে গ্রীষ্ম,আসে শীত,
ছয়টি ঋতু গায় গীত।
মুষলধারে বৃষ্টি হলে,
সব নোংরা নিয়ে যায় নদীর জলে।
আসে ঝড় কালবৈশাখীর বৃষ্টি,
দুমড়ে মুচড়ে মুছেই নতুনের সৃষ্টি।
আসে দুঃখ,কত রোগ,
প্রাণীরা করে সেটা ভোগ।
বেঁচে আছি যত দিন,
সুখ দুঃখ তত দিন।
No comments:
Post a Comment