Monday, February 22, 2021

সুজন দেবনাথ

আহ্ মরি বাংলা ভাষা

'মোদের গর্ব মোদের আশা
আহ্ মরি বাংলা ভাষা।'
কি অপরূপ রূপ মাধুর্যে
রূপসী বাংলা গড়েছেন চাষা।
যে ভাষাতে এতো সুধা
অমৃত ময়ীর স্নিগ্ধ সুর।
মায়ের কথা শুনলে পরে 
সকল ক্লান্তি হয় যে দূর।
মৃত্যুর পরে বাংলার বুকে
মানুষ, যদিওবা হই আবার।
সোনার বাংলা মধুর ভাষায় 
জন্মে আসি যেন বারংবার।
গর্বিত আমি এই ভাষাতে
আমরা মা ডাকি এক সুরে।
শত দুঃখেও মনে শান্তি মেলে
প্রিয় বাংলারই এই মধুপুরে।
জীবনানন্দের পল্লি প্রেমে
এই বাংলাই আমার খাঁটি। 
মরনেও আমি ধন্য হবো মাগো
নিথর অঙ্গে জড়িয়ে তব মাটি।
 

No comments:

Post a Comment

দুলাল চক্রবর্তী

চির অমর রবে  . কাশ্মীরের মনোরম পর্যটন কেন্দ্র  পহেলগাঁও -- পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে।  অনেকে গিয়েছে সেদিন  কেউ কি জানতো ছাব্বিশটি তাজা প...