Monday, February 22, 2021

সুজন দেবনাথ

আহ্ মরি বাংলা ভাষা

'মোদের গর্ব মোদের আশা
আহ্ মরি বাংলা ভাষা।'
কি অপরূপ রূপ মাধুর্যে
রূপসী বাংলা গড়েছেন চাষা।
যে ভাষাতে এতো সুধা
অমৃত ময়ীর স্নিগ্ধ সুর।
মায়ের কথা শুনলে পরে 
সকল ক্লান্তি হয় যে দূর।
মৃত্যুর পরে বাংলার বুকে
মানুষ, যদিওবা হই আবার।
সোনার বাংলা মধুর ভাষায় 
জন্মে আসি যেন বারংবার।
গর্বিত আমি এই ভাষাতে
আমরা মা ডাকি এক সুরে।
শত দুঃখেও মনে শান্তি মেলে
প্রিয় বাংলারই এই মধুপুরে।
জীবনানন্দের পল্লি প্রেমে
এই বাংলাই আমার খাঁটি। 
মরনেও আমি ধন্য হবো মাগো
নিথর অঙ্গে জড়িয়ে তব মাটি।
 

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...