Tuesday, February 23, 2021

সম্পাদকীয়

মাতৃভাষা দিবসটি পালন করতে ইউনেসকোর এক ডলারও খরচ লাগবে না। পৃথিবীর বিভিন্ন ভাষাভাষীর মানুষ নিজেরাই নিজেদের মাতৃভাষার দিন উদযাপন করতে দিনটি হৃদয়ে জায়গা দেবে। অনেক আগে  বাংলাদেশের প্রাক্তন শিক্ষামন্ত্রী সাদেক মহাশয় এমন কথা বলেছিলেন। সত্যি তাই।  এখনও প্রাসঙ্গিক।

মাতৃভাষা শুধু আমাদের নয়। মাতৃভাষা সকলের। মাতৃভাষার বিভিন্নতাই পৃথিবীর ভেতরকার শব্দ।  সকলের মাতৃভাষাকে সম্মান করার সাল হিসাবে মর্যাদা পায় ১৯৯৯। ২১শে ফেব্রুয়ারী ১৯৯৯, এ মর্যাদা পৃথিবীর সকল ভাষাভাষীর মানুষের জন্য গৌরবের। এ মাস ভাষার জন্য উসর্গকৃত। মনন স্রোত পৃথিবীর সকল মানুষের মায়ের ভাষাকে সম্মান জানাচ্ছে। এ মাসের সংখ্যায় যারা লিখেছেন, সকলকে কৃতজ্ঞতা। সকলের সর্বাঙ্গীণ কুশল কামনা করছি।


জয় দেবনাথ
২৩শে ফেব্রুয়ারী, ২০২১ইং

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...