Monday, February 22, 2021

সংগীতা শীল

প্রণয়াকাঙ্ক্ষী

ইচ্ছে মেলে ডাকি তাকে 
মেঘের পালক বেয়ে,
থমকে দাঁড়াই তার স্মৃতিতে
নির্জন প্রেমের রাতে।

আগোছালো প্রেমও নাকি
আকাশ ছোঁয়ার মতো
প্রেম নাকি শব্দগোছা শুধু;
আজো খুঁজি দিশে হারার মতো
আবেগ মোহের জরা হবে হয়তো!

বৃষ্টি ফোঁটায় মন ছন্দতালে 
স্বপ্নের জাল বুনছে আনন্দে
প্রজাপতিরা উড়ে বেড়ায়
অপরূপ ইন্দ্রধনু উঠবে জ্বলে।

চাঁদের আলোয় জ্যোৎস্না ছড়িয়ে
তার খেয়ালে এসে নাকি
ঘুম উড়িয়ে দিই
ঘুম ভাঙানো পরী বলে
ডাকে আবার মজার ছলে,
ভেবে অবাক হই
তারও মন আছে বুঝি?

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...