তুমি যখন এক পালক
হাসি নিয়ে আসতে,
তখন আমি মুহূর্তেই
নিশ্চল হয়ে যেতাম।
যখন তোমার টানা টানা চোখে
এক বুক ভালোবাসার আশ্বাস পাই,
তখন আমি আসমুদ্র তৃপ্তির
আলোকপাত তোমার কাছে আনতে বাধ্য হই।
তুমি যখন অন্তরালে
আমি হতাশায় জামিনি-দিবস অপেক্ষা করি।
হাস্য বাক্যের সুরটা
আজীবন গেঁথে রাখলাম আমার ওই গোলাপ গাছে।
যেখানে তোমার সুরের স্পর্শে উজ্জীবিত হবে নতুন প্রাণ।
হ্যাঁ,আর এটাই আমার আহ্বান।
No comments:
Post a Comment