অভিমানী আগমনী
বছর ঘুরে মা'গো
আবার আসছো সেজে আগমনী।
মহামারীর অন্ধকারে,
আসবে মাগো আমার দেশে।
কিন্ত মাগো জানি নাকো
হাসবে কি না এবার আগের মত!
মা'গো তোমার সন্তানেরা যে
এবার
না খেয়ে উপোস করে;
মরছে ভয়ে হাহাকারে।
তুমি মাগো এবার অষ্টমীতে
ভোগ বিলাসে মাতবে কি মা?
যখন এই স্মৃতি পড়বে মনে,,,
বছর ঘুরে যখন এলে মাগো বাপের বাড়ি।
তবে এতদিন কোথায় ছিলে?
কত মা যে , কেদে মরেছে
আবার কখনো সন্তানেরা
তার পিতা মাতাকে হারিয়ে।
জানি বহু পাপের এই শাস্তি আমাদের
তুমায় দেখা হবে হয়তো এবার।
তবে অভিমানী মন
মুখ মুখোশে ঢেকে।
No comments:
Post a Comment