Saturday, September 12, 2020

পিয়াল দেবনাথ

প্রত্যাগমন

আজ স্বচক্ষে অসুর দেখেছি,
বিনাশের দুন্দুভি শুনেছি।
অস্ত্রধারী নয়,দীর্ঘকায় নয়,
সে আজ এক মানুষ খেকো মহামারী।
রক্তবীজের উপদ্রবে
দেবীর আগমন নিশ্চিত - ইতিহাস সাক্ষী।
লক্ষাধিক নিরিহের রক্তে রঙিন দস্যুর
অন্ত নিশ্চিত - ইতিহাস সাক্ষী।

মুখোশের তলে জর্জরিত নিশ্বাস
আজ শিউলীর ঘ্রাণ চায়।
দেওয়াল বন্দি স্থবির সংসার
আজ দৌড়ে গিয়ে আকাশ ছুঁতে চায়।

ঢাকের আওয়াজ কি ইতি টানবে
অভিশপ্ত বায়বীয় আতঙ্কের ?
ব্যার্থ আশাহীন দিগন্তে কি
আগমন হবে প্রত্যাশার নতুন কিরণ ?
এই শারদীয়ায় কাশফুলের তরঙ্গে
উৎসাহের আগমনী হোক।
স্মৃতির বহমান নদে
রক্তবীজের বিসর্জন হোক।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...