Saturday, September 12, 2020

পিয়াল দেবনাথ

প্রত্যাগমন

আজ স্বচক্ষে অসুর দেখেছি,
বিনাশের দুন্দুভি শুনেছি।
অস্ত্রধারী নয়,দীর্ঘকায় নয়,
সে আজ এক মানুষ খেকো মহামারী।
রক্তবীজের উপদ্রবে
দেবীর আগমন নিশ্চিত - ইতিহাস সাক্ষী।
লক্ষাধিক নিরিহের রক্তে রঙিন দস্যুর
অন্ত নিশ্চিত - ইতিহাস সাক্ষী।

মুখোশের তলে জর্জরিত নিশ্বাস
আজ শিউলীর ঘ্রাণ চায়।
দেওয়াল বন্দি স্থবির সংসার
আজ দৌড়ে গিয়ে আকাশ ছুঁতে চায়।

ঢাকের আওয়াজ কি ইতি টানবে
অভিশপ্ত বায়বীয় আতঙ্কের ?
ব্যার্থ আশাহীন দিগন্তে কি
আগমন হবে প্রত্যাশার নতুন কিরণ ?
এই শারদীয়ায় কাশফুলের তরঙ্গে
উৎসাহের আগমনী হোক।
স্মৃতির বহমান নদে
রক্তবীজের বিসর্জন হোক।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...