এই কঠিন সময়ে ধারাবাহিকভাবে সংখ্যা প্রকাশ করা আমাদের জন্য কঠিন। ভুলত্রুটির সকল দায়ভার আমার। সবশেষে যারা মনন স্রোতের এই সংখ্যাকে সমৃদ্ধ করেছেন, সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আগমনী বয়ে আনুক শীতলতম কল্যাণ। সুখ এবং মানসিক সমৃদ্ধি।
চরৈবেতি চরৈবেতি।
শুভেচ্ছা ও শ্রদ্ধা-সহ
জয় দেবনাথ
ভারপ্রাপ্ত সম্পাদক
মনন স্রোত, ত্রিপুরা
No comments:
Post a Comment