Saturday, September 12, 2020

সম্পাদকীয়

কঠিন সময়ের উপর কঠিনতর আঘাত এসে আমাদের অভিভাবক হারা করে দিয়েছে। চলে গেলেন রাজ্যের বিখ্যাত সাহিত্যিক ও আমাদের অভিভাবক শ্রদ্ধেয়া অপরাজিতা রায়। আমরা নিদারুণভাবে ক্ষতির সম্মুখীন। এই অপূরণীয় ক্ষতি আমাদের সর্বাবস্থায় কাতর করে তোলে।

এই কঠিন সময়ে ধারাবাহিকভাবে সংখ্যা প্রকাশ করা আমাদের জন্য কঠিন। ভুলত্রুটির সকল দায়ভার আমার। সবশেষে যারা মনন স্রোতের এই সংখ্যাকে সমৃদ্ধ করেছেন, সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আগমনী বয়ে আনুক শীতলতম কল্যাণ। সুখ এবং মানসিক সমৃদ্ধি।

চরৈবেতি চরৈবেতি।

শুভেচ্ছা ও শ্রদ্ধা-সহ
জয় দেবনাথ
ভারপ্রাপ্ত সম্পাদক
মনন স্রোত, ত্রিপুরা

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...