আগমনীর অনুভব
অর্ধচন্দ্র শোভিত ত্রিনয়নীর পদার্পনে
পৃথিবী সাজছে নববধূর মতো,
চারদিকে ছড়িয়ে আছে আলোর রোশনাই
আগমনীর সুরে সুরঞ্জিত ধরনী।
সুরমা পরা নীল আকাশের বুকে তুলো তুলো মেঘ
আপনমনে ঢেউ খেলছে সকাল সাঁঝে।
ধানের শীষে সোনালী রোদ হাসে খিলখিলিয়ে
নদীর তীরে সাদা কাশফুলের দোদুল নাচন ।
শিউলি বেলীর সুবাসে আমোদিত গ্রাম নগর।
শিশিরভেজা ভোরে, হিমছোঁয়া দুর্বাঘাসের গায়,
বিলের জলে লাল সাদা শাপলায় শরতের রূপ।
এ মহালগনে বাজে উমা বরণের আহ্বান
আকাশে বাতাসে ভাসে আগমনীর স্নিগ্ধ অনুভব,
এখন শুধু প্রহর গোনার পালা।
No comments:
Post a Comment