Saturday, September 12, 2020

মাধুরী সরকার

আগমনীর অনুভব

অর্ধচন্দ্র শোভিত ত্রিনয়নীর পদার্পনে 
পৃথিবী সাজছে নববধূর মতো,
চারদিকে ছড়িয়ে আছে আলোর রোশনাই
আগমনীর সুরে সুরঞ্জিত ধরনী।

সুরমা পরা নীল আকাশের বুকে তুলো তুলো মেঘ 
আপনমনে ঢেউ খেলছে  সকাল সাঁঝে।
ধানের শীষে সোনালী রোদ হাসে খিলখিলিয়ে
নদীর তীরে সাদা কাশফুলের দোদুল নাচন ।

শিউলি বেলীর সুবাসে আমোদিত গ্রাম নগর।
শিশিরভেজা ভোরে, হিমছোঁয়া দুর্বাঘাসের গায়,
বিলের জলে লাল সাদা শাপলায় শরতের রূপ।

এ মহালগনে বাজে উমা বরণের আহ্বান
আকাশে বাতাসে ভাসে আগমনীর স্নিগ্ধ অনুভব,
এখন শুধু প্রহর গোনার পালা।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...