Saturday, September 12, 2020

কবিতা সাহা

মা দুগ্গা আসছেন 
          
মা দুগ্গা আসছেন বাপের বাড়ি 
সঙ্গে নিয়ে সিংহ মামা,
কার্তিক গনেশ বায়না ধরেছে 
দিতে হবে তাদের নতুন জামা।
এদিকে লক্ষ্মীটাও রাগ করেছে,
পেঁচাটারও মুখ ভার;
কিছুতেই সে বুঝতে চাইছে না,
তাকে দিতে হবে সোনার অলংকার।
অভিমানী সরস্বতীও
জুড়ে দিয়েছে কান্না,
নতুন বীণা কিনে না দিলে
মামার বাড়ি সে যাবে না।
ছেলেমেয়ের এই বায়না দেখে,
ভোলা রেগে গিয়েছেন চরম।
লকডাউনে কাজ নেই এখন,
তাই ভোলার মাথা গরম।
ক্রুদ্ধ ভোলা নেশায় মত্ত
সারাদিন খাচ্ছেন আফিম,
এদিকে অসুরেরও কোনো খোঁজ নেই,
সিক্স প্যাক করাতে গিয়েছেন জিম।
ইঁদুরটাও ভারী পেটুক
খালি খাই খাই করে,
ময়ূরটা যদিও যায়নি মাঠে,
আজ হাঁসটাও রয়েছে ঘরে।
নন্দীকে দুগ্গা ডেকে বললেন,
যাব কিছু দিন বেড়াতে;
রান্না বান্না সামলে নিস্!
ঠিক মতো প্রভুকে দিস্ খেতে।
দূর থেকে একথা শুনে ভোলা,
রেগে বললেন না! না!
চারদিকে এখন করোনার ভয়,
বাপের বাড়ি যেতে হবে না।
শিবের কথা কোনো মতেই
মানবেন না দুগ্গা এবার,
প্রয়োজনে সে সঙ্গে আনবে,
মাক্স এবং স্যানিটাইজার।
সোস্যাল ডিসটেন্সও মানবেন দুগ্গা,
তারপরও আসবেন বাপরে বাড়ি।
করবেন না কোনো অনিয়ম
তোমরাও তৈরি হয়ে যাও তাড়াতাড়ি।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...